ভূঞাপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি) মতবিনিময় বিনিময় সভা করেছেন।
শুক্রবার, ৭ জুলাই বিকাল ৫টায় ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত জগৎপুরা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান তার নেতা-কর্মী ও সমর্থকদের সাথে মতবিনিময় করেন।
অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ-উন-নবী রঞ্জু মাস্টার, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত আলী খান, খন্দকার আসাদুজ্জামান স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান পলাশ, টাঙ্গাইল জেলা শাখা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুজ্জামান রাসেল প্রমুখ।