বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট আব্দুর রশিদ, বদিউর রহমান, অবঃ কর্পোরাল কালু মিয়াকে পাকা টিনশেডের ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাদেরকে এই ঘর প্রদান করা হয়।
সোমবার বেলা ১১ টার দিকে বাসাইলে ৩টি ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন টাঙ্গাইল ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৮ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নূর এ আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি।
মুক্তিযোদ্ধা বদিউর রহমান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর পেয়ে আমরা খুব খুশি। ছেলে-মেয়েদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই হলো। বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগ আমাদের মতো অসহায় পরিবারের সহায় হয়ে দাঁড়াবে।
বিগ্রেডিয়ার জেনারেল নূর এ আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যে সব বীরসেনারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য দোয়া চাই। আমাদের যারা মুক্তিযোদ্ধা সেনা সদস্য আছেন, তারা আমাদের সেনাবাহিনীর গর্ব। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমাদের এই একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের যারা গৃহহীন মুক্তিযোদ্ধা সেনা সদস্য আছেন তাদের জন্য গৃহনির্মাণ প্রকল্প হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন ১১ আর ই অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল হায়দার, পিএসসি, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ।