বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

বাসাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময়

বাসাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইল পৌরসভার নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসনের সঙ্গে প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এম এম রকীব উর রাজা, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুর রহিম আহমেদ (নৌকা), কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী রাহাত হাসান টিপু (গামছা) ও স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল (নারিকেল গাছ)।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন অনুষ্ঠেয় বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিনজন, নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭জন এবং তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *