বাসাইল প্রতিনিধি: রাজশাহী বিএনপির সভাপতি কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বাসাইলে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২২ মে) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারণ সম্পাদক মির্জা রাজিক-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি)।
এতে উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ খানশুর, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর, সম্পাদক জুলহাস উদ্দিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তি দাবী করেন। এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপির ওই নেতা।