মধুপুরে কৃষিমন্ত্রীকে কটূক্তি: উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

মধুপুরে কৃষিমন্ত্রীকে কটূক্তি: উপজেলা চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা

ফিচার মধুপুর রাজনীতি

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে জড়িয়ে অসম্মানজনক কথা এবং সমালোচনাসহ কটূক্তির অভিযোগ তুলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের একটি অংশ।

বুধবার (১৭ মে) সন্ধ্যায় মধুপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মধুপুর পৌর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সভায় সভাপতির বক্তব্য দেন মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান।

সভায় সিদ্দিক হোসেন খান বলেন, ‘মধুপুর-ধনবাড়ীর এমপি ড. মো. আব্দুর রাজ্জাক একজন বড়মাপের মানুষ। তিনি শান্তশিষ্ট ও ভদ্র মানুষ। তিনি কখনো সন্ত্রাস করেননি। মধুপুরের বিএনপি-জামায়াতও বলতে পারবে না তিনি সন্ত্রাসী। সন্ত্রাস তিনি (ছরোয়ার আলম খান আবু) করেন। আর দোষ চাপাতে চান অন্যজনের কাঁধে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ছরোয়ার আলম খান টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তিনি (ড. রাজ্জাক) বারবার নির্বাচিত হয়ে মধুপুর ও ধনবাড়ীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এই জন্য নাকি মধুপুরের মানুষ অতিষ্ঠ হয়ে তার পেছনে গিয়েছে। তার এমন মিথ্যা বানোয়াট এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আজকের এই সভা থেকে তাকে মধুপুরে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব, তাকে দল থেকে বহিষ্কার করার জন্য। আজ থেকে তার আর দল করার এখতিয়ার নেই।

এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু বলেন, ‘দল, রাষ্ট্র বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি কথা বলিনি। উনার (কৃষিমন্ত্রীর) কার্যকলাপ নিয়ে কথা বলেছি। তাই তিনি দলের নেতাদের দিয়ে আমার মানহানিকর চেষ্টাসহ হুমকি দিয়ে আসছেন। তাছাড়া কারো ক্ষমতা নেই আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *