মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস-এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোক জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস (৫৪) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় শ্রেণি কর্মচারী সমিতি ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো: সামছুল আলমের পক্ষ থেকেও পৃথকভাবে শোক জানানো হয়।
উল্লেখ্য, মৃত্যুকালে মোঃ আব্দুল কুদ্দুস স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃতদেহ বাংলাদেশে আনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বনগ্রাম গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে মরহুমকে দাফন করা হবে।