সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কচুয়া ও জিতাশ্বরী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী এলাকায় মাটি ভর্তি ট্রাফি ট্রাক্টর উল্টে এক গৃহবধূ নাছরিন (৪০) এর উপর পড়লে ঘটনাস্থালেই সে মারা যায়। নিহত ওই গৃহবধৃ জিতাশ্বরী এলাকার জামাল বাদশার স্ত্রী।
এদিকে উপজেলার কচুয়া গ্রামে বিষপানে আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ছাত্রী উপজেলার কচুয়া গ্রামের আজহার আলীর মেয়ে এবং সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সখীপুর সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আয়শা আক্তার আশার সঙ্গে একই গ্রামের পূর্বপাড়ার তার সহপাঠী জমিরউদ্দিনের ছেলে সিয়াম আহমেদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৫ এপ্রিল তাকে পারিবারিকভাবে তার মতামতের বিরুদ্ধে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় তার পরিবার। তার মতের বিরুদ্ধে অন্যত্র বিয়ে দেওয়ার কথা শুনেই সে বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ মে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। এরকম মর্মান্তিক মৃত্যুতে তার বাবা-মাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনার কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।