মির্জাপুরের নতুন ইউএনও শাকিলা বিনতে মতিনের যোগদান

মির্জাপুরের নতুন ইউএনও শাকিলা বিনতে মতিনের যোগদান

টাঙ্গাইল ফিচার মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শাকিলা বিনতে মতিন যোগদান করেছেন। রবিবার সন্ধায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

একই অনুষ্ঠানে সাবেক ইউএনও হাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা শাকিলা বিনতে মতিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। তাঁর স্বামী হোসাইন মো. হাই জকি ঢাকার ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

ইউএনও শাকিলা বিনতে মতিন এর আগে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, একই জেলার বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ঢাকার কোতুয়ালীর সহকারী কমিশনার (ভূমি) ও ঢাকা বিআরটি এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও শাকিলা বিনতে মতিন বলেন, মির্জাপুরে রাজনৈতিক দলসহ সকল শ্রেণিপেশার প্রতিনিধিদের নিয়ে পূর্ববর্তী ইউএনও হাফিজুর রহমানের পথ অনুসরণ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ জনসেবামূলক সকল কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *