ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ীর উপজেলার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবক আব্দুল আজিজ যোয়াদ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) উপজেলার কয়ড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ঢাকার নিজ বাসায় গত শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় অসুস্থাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় পাইস্কা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন, পাইস্কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, সাবেক ব্যাংকার আনোয়ার হোসেন, ইউসুফ অলী, আব্দুল মজিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য, তিনি ১৯৫০ সালে উপজেলার কয়ড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন। কলেজে পড়া অবস্থায় মুক্তিযুদ্ধে যোগদান করেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন ১১ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবু তাহেরের নেতৃত্বে যুদ্ধ করেছেন। কর্মজীবনে শুরুতেই তিনি ব্যাংকে চাকরিতে যোগদান করে অবসর গ্রহণ করেন। এছাড়াও তিনি অসাম্প্রদায়িক ও সমাজসেবক মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।