ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় চৈত্র সংক্রান্ত উপলক্ষে যমুনা নদীর তীড়ে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে একজন ভক্তের পিঠে বর্শি বেঁধে চড়ক ঘুরানো হয়। শুক্রবার (১৪ এপ্রিল) উপজেলার খানুরবাড়ি এলাকার যমুনা নদীর তীড়ে এই চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
এলাকা ঘুরে দেখা গেছে, চড়ক পূজাকে কেন্দ্র করে নদীর পারে হাজার হাজার উৎসুক দশনার্থীরা ভিড় জমায়। এতে পিঠে বর্শি গেথে চড়ক গাছে ঝুলিয়ে একজন ভক্তকে ঘুরানো হয়। গাছের একপাশে বর্শিতে গাথা ভক্তকে অপর পাশ থেকে দড়ি টেনে ঘুরানো হয়। এ সময় শঙ্খধ্বনী ও ঢাক ঢোল বাজানো হয়।
এই পূজাকে কেন্দ্র করে কয়েকদিনব্যাপী হরগৌরী নৃত্য ,অসিনৃত্য, শিবের গাজন করা হয়। শত শত বছরের পরম্পরায় এই চৈত্র সংক্রান্তি পালন করে উপজেলার খানুরবাড়ি হালদার সম্প্রদায়।
আয়োজক কমিটির সদস্য বাবলু হালদার জানান, প্রতিবছরই এই পূজা অনুষ্ঠিত হয়। চড়ক পূজা উপলক্ষে নয়দিন ব্যাপী মহাদেব ঠাকুরের পূজা ও আরাধনা করা হয়। প্রতিবছরই এই পূজা অনুষ্ঠিত হয়। তবে করোনার সময় দুই বছর বন্ধ ছিল। তবে এবার রোজা থাকায় অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়েছে।