টাঙ্গাইলে ১৪৯ নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

টাঙ্গাইল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান ফ্যাশন ডিজাইন, ইনটরিয়ার ডিজাইন, বিউটিশিয়ান ও বিজনেজ ম্যানেজমেন্টসহ বিভিন্ন শাখার ১৪৯ জন নারী উদ্যোক্তাদের মাঝে ১২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকার চেক তুলে দেন।

স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠিনক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, জেলা প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ । এরপর ফ্যাশন ডিজাইন, ইনটোরিয়া ডিজাইন, বিউটিশিয়ান ও বিজনেজ ম্যানেজমেন্টসহ কয়েকটি শাখার ১৪৯ জনের মাঝে ১২ লাখ ৫৩ হাজার ৫শত টাকার চেক তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *