নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সদর উপজেলার ধলেশ্বরী নদী ভাঙন রক্ষায় বাঁধের নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
সোমবার (২০ মার্চ) বিকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের তোরাবগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্র, কৃষক, শ্রমিক, সুধীজনসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রমিক নেতা আব্বাস আলী। বক্তব্য রাখেন কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাগর, তোরাবগঞ্জ বাজার সমিতির সভাপতি সাইফুল ইসলাম লাবলু, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ধলেশ্বরী নদীর এসডিএস সংলগ্ন স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা দীর্ঘদিন যাবৎ ৫-৭টি ভেকু বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে করে গ্রাম রক্ষা বাঁধসহ সেতু হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী বারবার বাঁধা দিলে তাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। বেকু দিয়ে বালু উত্তোলনের ফলে তীর রক্ষা গাইড বাঁধসহ, পাশে থাকা ব্রীজসহ প্রায় কয়েক হাজার পরিবার হুমকির মুখে পড়েছে।