টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে ও বুরো বাংলাদেশের সহযোগিতায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ৩৬৩তম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে দিনব্যাপী বাংলাদেশ ও ভারতের কবিদের এক মিলনমেলা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রশিকা মানবিক উন্নয়নের চেয়ারম্যান ও কবি রোকেয়া ইসলাম, দীণেশ-বাণী ফাউণ্ডেশনের চেয়ারম্যান ডাঃ রতন চন্দ সাহা, শামসুল হক ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, কবি জাকিয়া পারভিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল। এরপর ২০২২ সালের টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার, তরুণ লেখক পুরস্কার এবং ২০২১ ও ২০২২ সালের অরণি পুরস্কার দেওয়া হয়। টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার লাব করেন লেখক ইউসুফ খান ও ভারতের আসামের লেখক সুকুমার বাগচি। তরুণ লেখক পুরস্কার পানকিবি মিশুক মনজুর ও কবি হারুন অর রশিদ। ২০২১ সালের অরণি পুরস্কার পান বাংলাদেশের বিশিষ্ট কবি, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ফরিদ আহমেদ দুলাল ও ভারতের পশ্চিমবঙ্গের চৈতালী চট্টোপাধ্যায়। ২০২২ সালের অরণি পুরস্কার পান বাংলাদেশের বিমিষ্ট কবি মনজু রহমান ও পশ্চিমবঙ্গের অলোক বিশ্বাস।

মধ্যাহ্ন বিরতির পর টাঙ্গাইল সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুণ অর রশিদের সভাপতিত্বে স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপস্থিত কবিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *