সংবিধানের আলোকে নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

মধুপুর রাজনীতি

মধুপুর প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সংবিধানের আলোকে নির্বাচন হবে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। জনগণকে নিয়েই বিএনপির সব আন্দোলন মোকাবিলা করা হবে। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আওয়ামী লীগের শেকড় তৃণমূলে। আওয়ামী লীগের শেকড় গণমানুষের মধ্যে। আওয়ামী লীগের শেকড় উন্নয়নে।

আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানোর শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। গত ১৪ বছরে কোনো আন্দোলনে বিএনপি সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবে না। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচনের আগে আন্দোলন আন্দোলন খেলা করে, হরতাল অবরোধ ডাকে, আগুন-সন্ত্রাস করে। আগুন-সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মারে। যদি তারা নির্বাচনে না আসে, তারা যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবে, এটা অবাস্তব সংবিধানবিরোধী।

কৃষিমন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরে বলেন, এ দেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হয়েছে। বিএনপি বলেছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে রায় হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। তারা বলেছিল, ১০ ডিসেম্বর থেকে দেশ চালাবে খালেদা জিয়া। কই? ১০ ডিসেম্বর তো চলে গেছে, এখনো দেশ চালাচ্ছেন শেখ হাসিনা। খালেদা জিয়া জেলে থাকার কথা। দয়া করে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

আউশনারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, বাপ্পু সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আউশনার কলেজের অধ্যক্ষ কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *