৩৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

অপরাধ বাসাইল

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলাকে গ্রেফতার করেছে র‌্যাব। বাসাইল থানার একটি মামলায় ৩৩ বছর পলাতক থাকার পর শুক্রবার (৬ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে র‌্যাবের একটি দল গ্রেফতার করে।

গ্রেফতার শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলা বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের মুকছেদ আলীর ছেলে।

র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৮৪ সালে বাসাইল থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলায় (নং-৪, তাং-২৯/০৯/১৯৮৪ইং, ধারা-দ.বি. ৩৯৫/৩৯৭) ১৯৮৯ সালে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলা ফেরারি হন। পরে দেশের বিভিন্ন স্থানে নানা নামে বসবাস করতে থাকেন তিনি। এক পর্যায়ে এনআইডি পরিবর্তন করে মিথ্যা নাম-পরিচয় বহন করা শুরু করেন।

তিনি বিভিন্ন মাজারে নিজেকে ‘আগুন পাগলা’ হিসেবে পরিচয় দিয়ে ভক্তিমূলক গানে নিয়মিত অংশগ্রহণ করতেন বলেও জানায় র‌্যাব।

র‌্যাব-১৪ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকশ দল তথ্যপ্রযুক্তি ও ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলা অপরাধ স্বীকার করেছেন। পরে তাকে বাসাইল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *