ঘুম

হেমায়েত হোসেন হিমু কাটে নির্ঘুম রাত; ঘুমাতে পারি না দুঃস্বপ্নের ঘেরাটোপে ছাদের কার্ণিশ, সিলিং-এ ঝুলে আছে হাজার কোটি দীর্ঘশ্বাস- ঝুল বারান্দায় উঁকি দেয়া মৃদু জ্যোৎস্নার কারসাজিতে আমার ঘুম নিয়ে পালিয়ে যায় ক্ষুদে ঘুমপাড়ানি! কর্মহীন বড়ো সস্তার জীবন আরো সস্তা লাগে মানুষ দেখতে চেয়ে মানুষের জিভ দেখে ফেলি মিছে মায়া-ছলনায় নানা প্রেম-ভালোবাসারা লুটোপুটি খায় রাণী ভিক্টোরিয়া […]

Continue Reading
বঙ্গবন্ধু মুজিবর

বঙ্গবন্ধু মুজিবর

হেমায়েত হোসেন হিমু  সবুজ শ্যামল সোনার বাংলায় মুজিব মানে মুক্তি আকাশে-বাতাসে কাঁপন লাগায় সাতই মার্চের উক্তি। পাক হানাদার হটাতে সেদিন বাঙালি এক হয় মুজিবের ডাকে শপথ নেয় ভুলে বিভেদ-সংশয়। কৃষক শ্রমিক জনতা জাগে গায় মুক্তির গান মুজিব নামে ঘরে ঘরে জাগে কোটি ঘুমন্ত প্রাণ। মুজিব মানে চেতনার সিঁড়ি জনক অবিনশ্বর শোষিত-নিপীড়িতের প্রেরণা বঙ্গবন্ধু মুজিবর।

Continue Reading