দিন শেষে

দিন শেষে

দীপক পাল জানি আমি একদিন অবশ, নিথর হবে এ দেহ-শরীর, থেমে যাবে শুরু থেকে লাব-ডাব ছুটে চলা হৃদয় ঘড়ির। থেমে যাবে প্রয়োজন বেঁচে থাকা প্রতি পদে অর্থ-কড়ির, কাছে থাকা পরিজন- মুক্তিতে নাম নেবে শ্রীকৃষ্ণ-হরির। খোলটা পেচানো হবে শক্ত বাঁধন দিয়ে বাঁশতালাই-দড়ির, দেহটা পোড়ানো হবে মাঝখানে ঢেকে দিয়ে শোলা ও খড়ির।

Continue Reading