
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার, ২৪ আগস্ট দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়ে মিছিলটি বের করেন তারা। মিছিলটি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আনসার সদস্যরা জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিলের কাছে স্মারকলিপি প্রদান করেন।
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সামাবেশে বক্তব্য রাখেন আনসার সদস্য মোঃ আল আমিন ও রাসেল আহমেদ। বক্তারা বলেন, আমরা প্রশিক্ষিত আনসার। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করি। গত ৫ আগস্টের পর সারা দেশের সব স্থাপনা ও থানা পাহারা দিয়েছি আমরা। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করি। অনেক ক্ষেত্রে বেশি দায়িত্ব পালন করেছি। তবুও আমরা দীর্ঘদিন ধরে নানা বৈষম্যের শিকার। আমাদের চাকরি জাতীয়করণ না করায় এক দফা দাবিতে অবশেষে আন্দোলনে নেমেছি।
আনসারের টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল জানান, তিনি স্মারকলিপিটি পেয়েছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।