সখীপুর পুলিশ সদস্যদের কর্মবিরতি শেষে কাজে যোগদান

আইন আদালত ফিচার সখিপুর

সখীপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় পুলিশের ১১ দফা দাবিতে কর্মবিরতি শেষে গতকাল রবিবার, ১১ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রায় অধিকাংশ দাবি সংস্কারের প্রতিশ্রুতি দিলে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানের নির্দেশে পুলিশ সদস্যরা পুনরায় কাজে যোগ দেন।

 

 

সোমবার, ১২ আগষ্ট সরেজমিনে গিয়ে দেখা যায়, থানা গেটে মূল ফটকের সামনে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যসহ জরুরি সেবা দেয়ার জন্য কয়েকটি পুলিশ টিম পুরো উপজেলা জুড়ে কাজ করছেন। সখীপুর তালতলা চত্বরের প্রধান সড়কগুলোতে যানজট কমানোর জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সখীপুর থানার এক পুলিশ কনস্টেবল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় আশ্বস্ত হয়ে নতুন উদ্যেম কাজ শুরু করেছি।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে পুলিশের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আস্থা পেয়ে আমরা কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছি। তিনি আরো জানান, এখন থানার সব কার্যক্রম স্বাভাবিক আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *