টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের বৃষ্টিতে ভিজে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল সদর ফিচার রাজনীতি শিক্ষা সংগঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ, গ্রেফতারকৃতদের মুক্তি এবং ৯ দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ মিছিল শেষে বৃষ্টিতে ভিজে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে।

 

 

শনিবার, ৩ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্ত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থী সমবেত হন। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এ সময় We want Justice, ভূয়া, ভূয়াসহ নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে দুপুর দেড়টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করে তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক এলাকা। আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন।

এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মুখে রাস্তায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন মিছিলের সমন্বয়করা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরজালফৈ বাইপাসে অবস্থান নেয়। কর্মসূচি চলাকালে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের ৯দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ঘরে ফিরে যাবো না।

এদিকে, জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্য সহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *