নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল আজকে জনসমুদ্রে রূপ নিয়েছে। শনিবার বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব চত্বর ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সমবেত হন হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। এ সময় We want Justice, ভূয়া, ভূয়াসহ নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মুখে রাস্তায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি করে বক্তব্য রাখেন মিছিলের সমন্বয়করা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নিরালা মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরজালফৈ বাইপাসে অবস্থান নেয়। এসময় অসহযোগ আন্দোলন সফল করতে বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেন তারা। সবশেষে পুনরায় টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মুখে রাস্তায় জমায়েত হন শিক্ষার্থীরা। মিছিলে কয়েক হাজার ছাত্রছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মিছিলে আসা এক অভিভাবক বলেন, সন্তানদের যৌক্তিক দাবি পূরণে আমিসহ অনেক অভিভাবক এসেছেন এই মিছিলে। শিক্ষার্থীদের আন্দোলনে আমরাও আছি। আর নীরব হয়ে থাকার সময় নেই।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের ৯দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ঘরে ফিরে যাবো না।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন বলেন, পুলিশ নিরাপত্তা দিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।