ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলন, ঘরবাড়ি নদীগর্ভের আশংকা

পরিবেশ ভূঞাপুর

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে যমুনার শাখা লৌহজং নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বঙ্গবন্ধু সেতু-জামালপুর ট্রেনলাইনে ভূঞাপুর রেলওয়ে স্টেশনের পাশের রেল সেতুটি ঝুঁকিতে পড়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে বালু উত্তোলন চালু থাকলে নদীর দুই পাড়ের ঘরবাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

সরেজমিন দেখা যায়, ভূঞাপুর রেলওয়ে স্টেশনের অদূরে পশ্চিম ভূঞাপুর অংশের পৌরসভার ৪নং ওয়ার্ডেও লৌহজং নদীতে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে নদীতে ভাঙনে আশপাশের ফসলি জমি দেবে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। অন্যদিকে ঝুঁকিতে পড়েছে ভূঞাপুর রেলওয়ে স্টেশনের পাশের রেল সেতুটি। এভাবে বালু উত্তোলন করা হলে নদীর দুই পাড়ের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক আকবর হোসেন তরফদার, আব্দুর রাজ্জাক তরফদার জানান, নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি নদীতে দেবে যাচ্ছে। অবৈধ বাংলা ড্রেজার দিয়ে নদীর বিভিন্ন অংশে বালু উত্তোলন করে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে বালুখেকোরা। নদীর বিভিন্ন জায়গায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। শুকনো মৌসুমে বছরব্যাপী বালুখেকোরা বালু উত্তোলন করে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, ইতিপূর্বে আমরা বাংলা ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। দ্রুতই আরো অভিযান করে ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *