টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কর্মসূচি পালিত

কৃষি টাঙ্গাইল সদর দিবস পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে।

 

 

 

৩১ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র‌্যালী করা হয়। র‌্যালী শেষে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাশেদ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। উপস্থাপনায় ছিলেন মৎস্যবীজ উৎপাদনকারী খামার ব্যবস্থাপক মোঃ মনজুরুল হক। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামী ৫ আগস্ট এ মৎস্য সপ্তাহের কর্মসূচি শেষ হবে বলে আয়োজকগন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *