টাঙ্গাইলে শিক্ষার্থী তানভীর হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

অপরাধ আইন আদালত টাঙ্গাইল ফিচার মির্জাপুর

সময়তরঙ্গ ডেক্স: টাঙ্গাইলে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানভীর মাহতাব ইশরাককে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (২৯ জুলাই) আসামিদের উপস্থিততে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

 

 

মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আবু ফয়সাল, অমিত হাসান, আরিফুল ইসলাম অনিক ও খন্দকার মেহেদী হাসান নভেল। রায় ঘোষণার সময় চার আসামি আদালতে হাজির ছিলেন। রায় শেষ সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবু আবদুল্লাহ ভুঞা এ তথ্য নিশ্চিত করেন।

মামলার কার্যক্রম সূত্রে জানা যায়, ইশরাক তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো। ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দুপুরে সোহান ইশরাককে দেখা করার জন্য আসামিরা ফোন করে। সে টাঙ্গাইল সদর থানাধীন পৌর উদ্যানের পাশে নজরুল সেনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা করতে যায়। সেখানে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইশরাকের বাবা ইব্রাহিম খলিল পরদিন টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে, সোহান হোটেল বয়ের কাজ করতো এবং কাজের পাশাপাশি টুকিটাকি রাজনীতি করতো। স্বেচ্ছাসেবক লীগের মিটিং-মিছিলে লোক সাপ্লাই করতো। ইশরাক এর বিরোধিতা করে। ঘটনার ৭/৮ মাস আগে ইশরাক, তুর্য, রিয়াদ, মহসিনসহ বেশ কয়েকজন মিলে সোহানকে আটক করে মারধর করে এবং ২০ হাজার টাকা চাঁদা নিয়ে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় এলাকা ছাড়তে বাধ্য হয় সোহান। পরে সোহান ইশরাককে হত্যার পরিকল্পনা করে লোকও ম্যানেজ করে। সে ৫ ফেব্রুয়ারি ইশরাককে ফোনে ডেকে নিয়ে খুনের ঘটনা ঘটায়।

মামলাটি তদন্ত করে সদর থানার পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন ওই বছরের ১১ মে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য টাঙ্গাইলের আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এদিকে, সোহান ও নাইমুর রহমান হিমেল শিশু হওয়ায় তাদের বিচারকাজ চলছে অন্য আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *