নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে আজ ৮ জুলাই সোমবার সকালে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয়ে এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে সারা টাঙ্গাইল জেলার সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। গত ১ জুলাই থেকে সারাদেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। তবে তারা বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দৈত্ব নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবী, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
এছাড়া, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। তাই সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের এই দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনকারীরা কাজে যোগদান করবে না বলে জানান। দাবী আদায় না হলে পর্যায়ক্রমে এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নিবে বলে কর্মসূচি থেকে ঘোষণা দেয়া হয়।