সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় এক প্রতিবন্ধীর গোয়াল থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের বংকী ফুটানী বাজার এলাকার স্থায়ী বাসিন্দা প্রতিবন্ধী কামরুলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২ টার পরে বাড়ির মূল গেটে তালা লাগিয়ে কামরুল ও তাঁর পরিবারের সবাই সবাই ঘুমিয়ে পড়েন। কামরুলের বড় মেয়ে কাকলি আক্তার সেহেরি রান্নার উদ্দেশ্যে ঘুম ওঠেই দেখেন মূল গেট খোলা। মেয়ের ডাকে কামরুল ও তার স্ত্রী রেহেনা জেগে দেখেন তার গোয়াল ঘরে গরু নেই। চিৎকারের শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এসে দেখেন প্রতিবন্ধী কামরুলের গরু চুরি হয় গেছে।
প্রতিবন্ধী কামরুল বলেন, আমার একমাত্র উপার্জনের সম্বল ছিলো ৫টি গরু। দুই মাসের বকন বাচ্চাসহ দেশী ও অষ্ট্রেলিয়ান জাতের দুটি গাভী, একটি দেশী জাতের তিন মাসের গর্ভবতী গাভী আর একটি অষ্ট্রেলিয়ান জাতের বড় ষাড়। দুই গাভীর দুধ বিক্রি করে ভালো চলছিল আমার সংসার। চোর গরু চুরি করে আমাকে নিঃস্ব করে গেলো।
ভুক্তভোগী কামরুল হাসানের স্ত্রী রেহেনা বেগম বলেন, পথের ফকির হয়ে গেলাম। আমাদের সংসারের শেষ সম্বল ছিলো এই গরু কয়টা।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গরু চুরির অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। চোর গ্রেফতারে জোর চেষ্টা চলছে।