সাংসদ হত্যার আসামী শিলাস্তির শাস্তি চাইলেন তার গ্রামের স্বজন!

অপরাধ জাতীয় নাগরপুর ফিচার

সময়তরঙ্গ ডেক্স: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমানের পৈত্তিক বাড়ী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নে। তবে সে অপরাধী হয়ে থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তার চাচাতো দাদা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

শনিবার, ২৫ মে দুপুরে শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গ্রামের মিয়াবাড়িতে গেলে কথা হয় সেলিম মিয়ার সঙ্গে। তবে দেখা যায় শিলাস্তিদের পুরো বাড়ি ফাঁকা। তাদের টিনের ঘরে তালা ঝুলছে। টিনের ঘরের পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে ঘরের ভেতর নেই কোনো আসবাবপত্র। এ সময় পাশের ঘর থেকে বেরিয়ে আসেন শিলাস্তির চাচাতো দাদা সেলিম মিয়া।

শিলাস্তির বাবা আরিফুর রহমানের চাচা বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া। তিনি জানান, শিলাস্তিরা দুই বোন। শিলাস্তি বড় ও ছোট বোন সুবাহ। তার বাবা আরিফুর রহমান ঝুট ব্যবসায়ী। ছোটবেলা থেকেই তারা ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে এলেও দুই-এক দিন পর আবার চলে যেত। তিনি বলেন, শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল। বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে কথা বলা বাদ দিয়েছি আমি ও আমার পরিবারের লোকজন। মাঝে এলেও শিলাস্তির ড্রেসআপ দেখে মনে হতো কোটিপতি। সে বাড়িতে সবার সামনেই ধূমপানও করত। আমি বাধা দিলেও শুনত না। আমার নাতি শিলাস্তির সর্বোচ্চ শাস্তির দাবি করছি, যদি সে অপরাধী হয়ে থাকে। তবে আমার দৃঢ়বিশ্বাস, তাকে কোনো প্রলোভন দেখিয়ে নেওয়া হতে পারে; কিন্তু সে হত্যার মতো কাজ করতে পারে না।

তবে স্থানীয়রা বলছেন, শিলাস্তিরা ঢাকায় বসবাস করায় কেউ তেমন একটা চেনে না। শিলাস্তি ও তার পরিবারের সবাই উচ্ছৃঙ্খল ধরনের। ওর চাচা জাহিদ, জাকির ও রনি মাদকের কারবারে জড়িত ছিল। তারা এখানে মাদকের ব্যবসা করতে না পারায় ঢাকায় পাড়ি জমায়। শিলাস্তির বাবা উত্তরায় ঝুটের কাজ করেন। তবে শিলাস্তির জন্ম নাগরপুরে নয়। সে ঢাকায় জন্মগ্রহণ করেছে। দেশ স্বাধীন হওয়ার পর শিলাস্তি রহমানের দাদার সম্পত্তি তার বাবা আরিফুর রহমান বিক্রি করে ঢাকায় চলে যান।

নাগরপুরের ধবুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান খান বলেন, ‘তারা অনেক আগে থেকেই ঢাকায় থাকে। সঠিক কেউ বলতেও পারে না যে শিলাস্তি কোথাকার। এখন আমরা জানতে পারলাম যে তার বাড়ি নাগরপুরে। গতকাল পর্যন্তও জানতাম না।’

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘আমি এখনো কোনো তথ্য পাইনি তার বিষয়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *