সখীপুরে প্রবাস ফেরতদের কর্মসংস্থান বিষয়ক সেমিনার ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফিচার সখিপুর সেমিনার

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সেমিনার ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে, সোমবার সকাল সাড়ে ১১ টায় সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে সহায়ক প্রকল্প ওয়েলফেয়ার সেন্টার ময়মমসিংহ ও টাঙ্গাইল জোনের সহকারী পরিচালক কাজী ফারুক আহাম্মদ, পৌরসভার কাউন্সিলর মোঃ আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্ত্রা বর্মন, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, এসআই মাসুদ রানা, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সারোয়ার আলম, সহকারী উপজপলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আল মামুন খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবাস ফেরতরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *