নাগরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

নাগরপুর ফিচার শিক্ষা সংগঠন

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ মে, শনিবার সকালে নাগরপুর উপজেলা মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯শত ভোটারের মধ্যে ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৫১টি পদের মধ্যে ১৫টি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৬টি পদে শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।

উপজেলার মোট ১৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন হোসেন-ওয়াহিদ-কানিজ পরিষদ। এতে সভাপতি পদে মো. হোসেন মিয়া ৩৮১ভোট, নির্বাহী সভাপতি পদে মোহাম্মদ ওয়াহিদুর রহমান খান ৫৫৪ভোট, সাধারণ সম্পাদক পদে মোছা. কানিজ ফাতেমা (রলে) ৪৪৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার মোঃ হাবিবুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন খুবই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে এবং পরবর্তীতে গণনা শেষে ফলাফল প্রকাশ করেছি। সকল শিক্ষকবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে মোট ৩৬টি পদে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সার্বিক তত্বাবধানে সংশ্লিষ্ট শিক্ষক সমিতির নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সহিনুর রহমান খান, নির্বাহী সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মুহা. সাজ্জাদুর রহমান খোশনবীশ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাকসুদ আলী খান, সহ সম্পাদক মরিয়ম খানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *