জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত

ইতিহাস ও ঐতিহ্য টাঙ্গাইল সদর দিবস ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়ায়, উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও দানবীর ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

২৫ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যপী করটিয়া জমিদার বাড়ি প্রাঙ্গণে সা’দত বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মৃত্যুবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী। সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আনছারী, সরকারী সা’দত কলেজের সাবেক এজিএস সোহেল আনছারী প্রমুখ।

দিনব্যপী কর্মসূচির মধ্যে ছিলো মরহুমের মাজারে পুস্পস্তবক অর্পণ, রুহের মাগফেরাত কামনা করে দোয়া, কোরআন তেলোয়াত, মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা ও দশ হাজার লোকের মাঝে তোবারক বিতরণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইমন তালুকদার রাজীব।

উল্লেখ্য, করটিয়ার চাঁদ খ্যাত দানবীর ওয়াজেদ আলী খান পন্নীর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সরকারি সা’দত কলেজ, এইচ এম ইনষ্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ, আবেদা খানম স্কুল অ্যান্ড কলেজ, রোকেয়া ফাজিল মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে সরকারি সা’দত কলেজ বঙ্গের আলীগড় হিসেবে খ্যাতি লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *