নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রাণঘাতী তাপদাহ থেকে মুক্তি পেতে টাঙ্গাইলে বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহরের ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের লোকজনসহ বিভিন্ন এলাকার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কোর্ট চত্বরের হেলিপ্যাডের সামনে এ নামাজ আদায় করেন তারা। এ সময় বৃষ্টি চেয়ে দুই রাকাত নামাজ আদায় করেন এবং নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর বিশেষ মোনাজাত করা হয়।
নামাজে অংশ নেয়া মুসল্লিরা জানান, সারা দেশে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দেশের অনেক মানুষের ফসলি জমি নষ্ট হচ্ছে। তীব্র এ গরমে হিট স্ট্রোকে অনেকের মৃত্যু হয়েছে। প্রখর রোদের কারণে শ্রমজীবী মানুষ বাইরে বের হতে পারছে না। যার কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় করা হয়েছে। তাই বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি।