নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৫৬টি কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। শনিবার সকাল থেকে সহকারী রিটার্নিং কার্যালয় থেকে সরাঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে।
নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনি এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুপুরে সদর উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় থেকে ভোটের সরঞ্জাম সরবরাহ পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিয়ূর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান বিন আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা থেকে ১৩০টি কেন্দ্রের সরঞ্জাম সরবরাহ করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ভূঞাপুরের অর্জুনা ও গাবসারা ইউনিয়নে ১১টি ও একটি কালিহাতীসহ ১২টি কেন্দ্র দুর্গম অঞ্চলে হওয়ায় আগের দিন ব্যালট পাঠানো হবে। সেখানে ব্যালটের নিরাপত্তায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। বাকি এক হাজার ৪৪টি কেন্দ্রে নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য জেলায় মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি, ১২ প্লাটুন র্যাব। এ ছাড়াও, ১২ হাজার ৬৭২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরে প্রতিটি কেন্দ্রে তিন জন পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। পুলিশের মোবাইল টিম থাকবে ৭৬টি আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ২৪টি টিম।
আটটি আসনে মোট ভোটার রয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন, যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ৩০৩ জন, আর নারী ভোটার আছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩৪৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ২০ জন ভোটার রয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ কায়ছারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আশা করছি, মানুষ ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে গিয়ে ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।