টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর ফিচার বিনোদন শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: ‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব উপযাপিত হয়েছে।

 

 

 

এ উপলক্ষে সোমবার, ১ জানুয়ারি সকালে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোঃ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ সালমা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে বই বিতরণ করেন। শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুব খুশি।

উল্লেখ্য, এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৮২ হাজার ৫১৮ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই এবং ৪ লাখ ৩১ হাজার ৩২৩ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৩৩ হাজার ৩২২টি বই বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *