টাঙ্গাইলে ভারতীয় কোম্পানির ওয়্যার হাউসে ডাকাতি, আটক ৩

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ভারতীয় মালিকানাধীন কোম্পানির একটি ওয়্যার হাউসে ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সংবাদ সম্মেলন এ তথ্য জানান।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুরের পুরান বাজার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সাইফুল ইসলাম (৩৫), জামালপুরের পোড়াভিটা গ্রামের সজলের ছেলে ফরহাদ/ ফারুক (৩৩) এবং ময়মনসিংহের বালিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৭)। এসময় লুণ্ঠিত ৩ হাজার ৯১৩ কেজি এ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তারসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার ও বুধবার গাজীপুর জেলার বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, চলতি মাসের ১২ তারিখে রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটি এলাকায় ভারতীয় মালিকানাধীন কোম্পানি কেইসি/পিজিসিবি ওয়্যার হাউজে ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে জিম্মি করে চারটি কনডাক্টর ড্রামের ভেতর থেকে এক হাজার ২০০ মিটার ফাইবার ও অ্যালুমিনিয়ামের তৈরি বিদ্যুৎতের তার নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা। সাথে দুটি ফোন, চারটি সিসি ক্যামেরা ও একটি ডিভিআরও নিয়ে যায়।

তিনি আরও বলেন, ওইদিন টাঙ্গাইল সদর থানায় ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ি মামলা করা হয়। এরপর টাঙ্গাইল সদর থানা পুলিশ ও টাঙ্গাইল ডিবি পুলিশ ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালায়। গত ১৯ তারিখে গাজীপুর জেলার কোনাবাড়ির বাইশমাইল থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবেন। অপর ২ জনের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *