প্রতীক নিয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর প্রথম নির্বাচনী সভা

ফিচার রাজনীতি সখিপুর

সখীপুর প্রতিনিধি: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে প্রথম নির্বাচনী সভায় প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুরি করবেন না। নির্বাচনে ভোট চুরি করলে চাকরি থাকবে না। চুরি করলে জেলে যেতে হবে। কমপক্ষে ছয় মাস জেল খাটতে হবে।

 

 

 

আজ সোমবার বিকেলে সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের করোটিয়া পাড়া দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় কাদের সিদ্দিকী এ হুঁশিয়ারি দেন। পথসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যারা ভোট চুরি করবে, তাদের ধরে আমার কাছে নিয়ে আসবেন। তাদের যদি কমপক্ষে ছয় মাস জেল খাটাতে না পারি, তাহলে আমার নামে আপনারা কুত্তারে ভাত দিবেন। ব্যক্তি নয়, প্রতীকের সঙ্গে প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না জানিয়ে তিনি আরো বলেন, আমার সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয়ের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকার সঙ্গে গামছা প্রতীকের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আজ সকালে রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে গামছা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাজাহান জয়। তা ছাড়া এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতাকারী চারজন প্রার্থী হচ্ছেন রেজাউল করিম (জাতীয় পার্টি), পারুল আক্তার (তৃণমূল বিএনপি), আবুল হাশেম (বিকল্পধারা বাংলাদেশ) ও মোস্তফা কামাল (বাংলাদেশ কংগ্রেস)।

পথসভায় আরও বক্তব্য দেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *