টাঙ্গাইলে ‘টিসিবি’র পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইল সদর স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ৯ মার্চ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতনু বড়ুয়া, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান প্রমুখসহ প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, রমজান মাস উপলক্ষে গত দুই বছর যাবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সুলভমূল্যে তেল, চিনি, ছোলা ও ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর টাঙ্গাইলে ১ লাখ ৬৮ হাজার ৭১১ জন গ্রাহকের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *