সখীপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
বুধবার, ২৯ নভেম্বর দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনে যাইনি, যাচ্ছি না। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, এটা শতশুদ্ধ কথা। বিএনপি এখন দেশের কথা ভাবছে না। তারা আন্তর্জাতিক ক্ষমতা দ্বারা সরকারে যেতে চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটার না এলে গ্রহণযোগ্যতা পাবে না। আর প্রচুর পরিমাণ ভোটার এলে গ্রহণযোগ্যতা পাবে। কোন দল এলো আর কোন দল এলো না এটা আমার কাছে বড় কথা না। বড় কথা হচ্ছে সরকারি প্রভাবমুক্ত স্বতঃস্ফূর্ত নির্বাচন হলো কিনা, ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছামতো প্রার্থীদের ভোট দিতে পারলো কি না; এটাই হচ্ছে আমার কাছে বড় কথা।
এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখসহ কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।