টাঙ্গাইলে সাংবাদিককে ‘হত্যার হুমকি’: থানায় অভিযোগ!

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন দৈনিক আজকের বসুন্ধরা ও ভোরের বাংলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রাহিদুল ইসলাম রাহিদ রানা। টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা উত্তরপাড়া এলাকার হায়েজ উদ্দিন নামে এক ব্যক্তি হুমকি দিয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই সাংবাদিক। শনিবার (৪ নভেম্বর) এ হুমকির ঘটনাটি ঘটে।

 

 

 

থানায় দেয়া অভিযোগ থেকে জানা যায়, গত ৩ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক রাহিদুল ইসলাম রাহিদ রানা তার নিজ বাসা বিশ্বাস বেতকা মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন সাগরের চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। ওই সময় হায়েজ উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে রাহিদ রানাকে তার বাড়িতে খুঁজতে যান, যে দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে। পরে বাসায় না পেয়ে সাগরের চায়ের দোকানের সামনে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে রাহিদ রানাকে হত্যার হুমকি দেন হায়েজ।

এ বিষয়ে সাংবাদিক রাহিদ রানা বলেন, আমি ও আমার এক বন্ধু একটা জমি ক্রয় করেছি বিক্রি করার উদ্দেশ্যে। জমিটি বিক্রয় করার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি। কয়েকজন ক্রেতা আমার সঙ্গে কথা বলার জন্য আসলে সেই ক্রেতাদের অভিযুক্ত ব্যক্তি নানা ধরনের ভয়ভীতি দেখায়।

তিনি আরো বলেন, আমি তাকে ক্রেতাদের এই ধরনের ভয়ভীতি না দেখানোর জন্য বারণ করেছি দেখে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এমনকি সে বলে, আমাকে জমিতে যেতে দেবে না যদি তাকে তার চাহিদা অনুযায়ী চাঁদা না দিই। আমি কোনো কূলকিনারা না পেয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হায়েজ উদ্দিন বলেন, ‘আপনার বাড়ি কোথায়? আপনি আমার সাথে দেখা করেন। তারপর সব কথা হবে।’ তবে হুমকির বিষয়টি অস্বীকার করে হায়েজ উদ্দিন বলেন, আমি ওরা বাসার সামনে রাহিদ রানার কথা ওর ভাই জাহিদকে জিজ্ঞাসা করেছিলাম। এছাড়া কোন কথা হয়নি। বাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখার কারণে সেখানে আমার ফুটেজ থাকতে পারে। জমি কেনা বেচা নিয়েও আমাদের কোন বিরোধ নেই।

টাঙ্গাইল সদর থানার এসআই সৈয়দ ইবনে রাজিব বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *