নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পুলিশ রাজধানীর ঢাকায় নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিএনপির সর্বমোট ৯৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৭ অক্টোবর শুক্রবার থেকে সোমবার, ৩০ অক্টোবর চারদিনে জেলার ১২টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহমেদ জানান, জেলার ১২টি উপজেলায় অভিযান চালিয়ে গত চারদিনে ৯৮জন নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১২ জন, বাসাইলে ৬ জন, সখীপুরে ৪ জন, মির্জাপুরে ৮ জন, দেলদুয়ারে ৯ জন, নাগরপুরে ১৫ জন, কালিহাতীতে ৮ জন, ঘাটাইলে ৬ জন, ভূঞাপুরে ১০ জন, গোপালপুরে ৫ জন, ধনবাড়ীতে ৪ জন, মধুপুরে ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, গত শনিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগদানে আতঙ্ক সৃষ্টি করতে এ গণগ্রেফতার করা হয়। হরতাল ও অবরোধে আমাদের নেতাকর্মীরা অংশ নিতে না পারে সেজন্য এমন গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পুলিশ। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য বাধা ও অন্যায় বলে দাবি করেন তারা।