নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিক্ষক সুবীর চন্দ্র রায়-এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসি।
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর বাজারের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। সুবীর চন্দ্র রায় আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
পুলিশ জানায়, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোসাইর জোয়াইর গ্রামের নুরুল ইসলামের ছেলে আশরাফ (৩৫) ও করটিয়া নিবাসী মহিন মিয়ার ছেলে রিফাত (১৭)।
জানা যায়, গত কয়েকদিন আগে দুর্গাপুজা উদযাপন উপলক্ষে স্থানীয় গোসাইর জোয়াইর গ্রামের নুরুল ইসলামের ছেলে আক্কাস আলী সুবীর চন্দ্র রায়ের ও তার ভাই সুজনের কাছে ২ লক্ষ টাকা চাঁদা চায়। যদি চাঁদা না দেয় তাহলে তাদের উপর হামলা করবে বলেও হুমকি দেয়। গতকাল হঠাৎ করে আক্কাস আলী, আসরাফ, রিফাত হালদারসহ বেশ কয়েকজন দল বেঁধে ওয়ালটন খামার বাড়ির সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।
মানববন্ধনে বক্তারা এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ শামীম আল মামুন জুয়েল, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াস আহম্মেদসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আগামী ৩ দিনের মধ্যে আসামীকে গ্রেফতার না করা হলে আমরা শিক্ষক সমাজ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো।