টাঙ্গাইলে ২২তম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

টাঙ্গাইল সদর দিবস পরিবেশ ফিচার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আইন মেনে সড়ক চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি- শ্লোগানকে সামনে নিয়ে ২২তম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।

 

 

রবিবার, ২২ অক্টোবর সকালে টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিআরটিএ, টাঙ্গাইল সার্কেলের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলামের নেতৃত্বে শুরুতে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালীটি টাঙ্গাইল শিশু একাডেমী গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন, বিআরটিএ, জেলা নিরাপদ সড়কচাই কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে শিশু একাডেমী মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নার্গিস আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, টাঙ্গাইল বাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন ও সম্পাদক শফিউল আলম তুষার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ও বিআরটিএ সহকারী কর্মকর্তা শেখ মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ রেজাইল করিম। আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়াও যানবাহন চলাচলে সচেতন শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *