কালিহাতীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কালিহাতী ফিচার মিডিয়া

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। তিনি কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

 

 

বৃহস্পতিবার, ৫ অক্টোবর দুপুরে কালিহাতী উপজেলা কনফারেন্স হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কালিহাতী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, সহ-সভাপতি কামরুল হাসান, দাশ পবিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মনির হোসেন, সাংবাদিক , রশিদ আহম্মেদ আব্বাসী, শাহ্ আলম, সাব্বির আহম্মেদ আব্বাসী, মীর আনোয়ার হোসেন, রাইসুল ইসলাম লিটন, কামরুল মিয়া, আনিছুর রহমান শেলী, মুনসুর হেলাল বাদশা, এনায়েত করিম প্রমুখ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক। কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষে নবাগত ইউএনও ও এসিল্যান্ডকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানানো হয়।

৩৪তম বিসিএস-এর কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, যে কোনো সমস্যা সমাধানে আমি বিশ্বাসী। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ কালিহাতী উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে কালিহাতীতে ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি নওগাঁ জেলার রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *