টাঙ্গাইলে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত

জাতীয় টাঙ্গাইল সদর ফিচার শিক্ষা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ‘যোগ দাও যুক্তির মেলায়’ প্রতিপাদ্য নিয়ে শনিবার সকাল ১০টায় টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে উৎসব শুরু হয়। উৎসবে টাঙ্গাইল জেলার ১৩টি বিদ্যালয়ের বিতার্কিকেরা অংশ নেয়।

 

 

সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া বিতর্ক উৎসবের উদ্বোধন করে বলেন, বিতর্কচর্চার মধ্য দিয়েই যুক্তিনির্ভর আগামী প্রজন্ম গড়ে উঠবে। যে প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিতে উন্নত হয়ে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

 

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে চিকিৎসক কল্যাণময় দাস মাদকের কুফল সম্পর্কে বলেন, মাদক সুস্থ জীবন কেড়ে নেয়। মাদকের কারণে অনেক মেধাবী মানুষ ধ্বংস হয়ে যায়। কৌতূহলেও কখনো মাদক গ্রহণ করা উচিত নয়। মাদক শারীরিক, মানসিক ও সামাজিক বিপর্যয় ডেকে আনে।

 

অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক রাশেদুল আলম, স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইলে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক রেনু আক্তার ও সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ শেরশাহ।

উদ্বোধনের আগে সকাল থেকেই বিভিন্ন স্কুলের বিতার্কিকেরা বিতর্কবিষয়ক আড্ডায় মেতে উঠে বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়।

বিতর্ক উৎসবে অংশগ্রহণ করা ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিবনাথ উচ্চবিদ্যালয়, টাঙ্গাইল বালিকা উচ্চবিদ্যালয়, বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, কালেক্টরেট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, সন্তোষ ইসলামি বিশ্ববিদ্যালয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভারতেশ্বরী হোমস, বঙ্গবন্ধু সেনানিবাস পাবলিক উচ্চবিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল ও মির্জাপুর কদিমধল্লা ডক্টর আয়েশা রাজিয়া খন্দকার স্কুল অ্যান্ড কলেজ।

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বপালন করেন সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি এম এম আলী কলেজের সরকারি অধ্যাপক সোলায়মান হোসেন, আবু সাঈম, সরকারি কুমুদিনী কলেজের প্রভাষক রেখা আক্তার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নিপুন হোসেন, মওলানা ভাসানী আদর্শ কলেজের প্রভাষক মিলন মাহমুদ, গোহালিয়াবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফিরোজ আদনান, টাঙ্গাইল জেলা ডিবেটিং সোসাইটির সমন্বয়ক রাসেল আদনান ও নাবিলা হোসেন, সরকারি সা’দত কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জারিন তাসনিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *