টাঙ্গাইল শহরে ডেঙ্গু সচেতনায় ওয়াল্টন প্লাজার র‌্যালি অনুষ্ঠিত

জাতীয় টাঙ্গাইল সদর পরিবেশ ফিচার স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: “মশার আবাসস্থল ধবংস করি মশামুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ও সাধারণ মানুষকে সচেতন করতে টাঙ্গাইলে ওয়াল্টন প্লাজা সারাদেশের ন্যায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি করেছে।

 

 

সোমবার, ১১ সেপ্টেম্বর সকালে ওয়াল্টন প্লাজা আদালত পাড়া শাখার উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জেলা প্রসাশকের কার্যালয়ে সামনে থেকে বের হয়ে শহরের গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়াল্টন প্লাজা টাঙ্গাইল শাখার অতিরিক্ত পরিচালক অনুম কুমার সাহা, নির্বাহী পরিচালক শামছুন্নাহার, নির্বাহী ব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, সহকারি ব্যবস্থাপক মোবারক হোসেন, সিনিয়র কর্মকর্তা নুর মোহাম্মদ ও ছানোয়ার হোসন প্রমুখ।

এর আগে ওয়াল্টন প্লাজা টাঙ্গাইল শাখা জনসচেতনা তৈরিতে শহরে মাইকিং ও লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *