প্রয়াত নায়ক মান্নার ছবি মুক্তি পাচ্ছে ১৫ বছর পর!

জাতীয় টাঙ্গাইল সদর ফিচার বিনোদন

সময়তরঙ্গ ডেক্স: প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ এখনো আলোর মুখ দেখেনি। গত কয়েকবছরে কয়েকবার এর মুক্তির পরিকল্পনা থাকলেও শেষপর্যন্ত তা পিছিয়ে যায়। নায়ক মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, ছবির প্রযোজক নতুন করে এর মুক্তি নিয়ে ভাবছেন। সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আগামী ১৫ ডিসেম্বর।

 

 

জানা যায়, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মান্না মারা যাবার ১৫ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘জীবন যন্ত্রণা’। এ নিয়ে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, এটি মুক্তিযুদ্ধের সিনেমা, সংগত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সব কিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর ঘিরে ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

 

 

২০২১ সালের অক্টোবরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রযোজক খোরশেদ আলম খসরুর সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হোসেন।

 

 

সিনেমার মুক্তি এত বিলম্ব প্রসঙ্গে প্রযোজক বলেন, লীলামন্থন নাম দিয়ে সিনেমার কাজ শুরু করে ওই নামেই ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়।

তিনি আরো বলেন, আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে। সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাহিদ হোসেন। তিনি বলেন, বেশ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। অনেক অপেক্ষার পর এটি মুক্তি পাবে ভেবে ভালো লাগছে। নায়ক মান্না এ সিনেমার অন্তঃপ্রাণ। তার শিডিউল পেয়েছিলাম ১০ দিনের। শেষ দৃশ্যটি তিনি করে যেতে পারেননি। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহীদ হওয়ার দৃশ্যটি করেছি। সিনেমার ১২টি গল্পের নায়কই মান্না। তিনি একেবারে নতুনভাবে হাজির হবেন সিনেমায়, যা দেখলে দর্শক সহজেই বুঝতে পারবেন। আশা করছি, দর্শক সিনেমাটি পছন্দ করবেন।

২০০৬ সালে ‘লীলামন্থন’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির শুটিং শুরু হয়। প্রায় তিন বছর সময় নিয়ে ২০০৮ সালে শেষ হয় এর দৃশ্য ধারণ। সিনেমার শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। পরে আংশিক ডাবিং করেন অভিনয়শিল্পী রাতিন। সিনেমার বাকি কাজ গুছিয়ে ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর নামের কারণে তা আটকে থাকে। তখন নাম বদলানো না হলেও ১০ বছর পর নাম বদলে ছাড়পত্র পেল সিনেমাটি।

মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *