গোপালপুরে ফ্রি চিকিৎসা পেলেন তিন হাজার হতদরিদ্র রোগী

গোপালপুর ফিচার শিক্ষা স্বাস্থ্য

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলায় প্রায় ৩ হাজার দরিদ্র রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাস্থ্যসেবা পেয়েছেন। বুধবার, ৬ সেপ্টেম্বর দিনব্যাপী পৌর শহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সেবা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের এসএসসি ৮৯ ও ৯০ ব্যাচের শিক্ষার্থীরা এর আয়োজন করেন।

 

 

মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বিএসএমএমইউ-এর প্রক্টর প্রফেসর ডা. হাবিুবর রহমান দুলাল। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ-এর ডিন প্রফেসর ডাক্তার মোহাম্মদ হোসেন।

 

 

সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, বক্ষব্যাধি বিষেশজ্ঞ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, ডাক্তার ও সার্জন বিদ্যুত চন্দ্র দেবনাথ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ।

 

 

আয়োজক সদস্য ডাক্তার বিদ্যুত চন্দ্র দেবনাথ বলেন, আমাদের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আরো বিস্তৃত হবে। যাতে মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা থেকে অসহায় মানুষ বঞ্চিত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য।

ক্যাম্পে দেশের সেরা ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩ হাজার দরিদ্র রোগীকে বিনামূল্যে সেবা দেন। এ চিকিৎসা সেবা পেয়ে গোপালপুরের প্রান্তিক মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *