গোপালপুর প্রতিনিধি: ‘অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালপুর উপজেলা মাঠ প্রাঙ্গণে তিনদিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
১৯ আগস্ট শনিবার সকালে বিআরডিবি মাঠে তিনদিনব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ও ভূঞাপুর সংসদ সদস্য ছোট মনির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা ওসি তদন্ত অফিসার মোঃ মামুন ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমুখ।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ও গোপালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।