টাঙ্গাইল জজকোর্টের আইনজীবীর ডেঙ্গুজ্বরে মৃত্যু

টাঙ্গাইল জজকোর্টের আইনজীবীর ডেঙ্গুজ্বরে মৃত্যু

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার শোক সংবাদ

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাছেদ মিয়া (৭৫) মারা গেছেন। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করে আব্দুল বাছেদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক মহসিনা আক্তার আঁখি বলেন, ‘বাবা টাঙ্গাইল শহরের সাবালিয়ায় বাসায় থেকে আদালতে নিয়মিত প্র্যাকটিস করতেন। তিনি গত ১৪ আগস্ট ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।’

 

টাঙ্গাইলের ডেঙ্গুজ্বরের পরিস্থিতি বিষয়ে জেলার সিভিল সার্জন মোঃ মিনহাজ উদ্দিন মিয়া আজ সকালে বলেন, আব্দুল বাছেদ মিয়ার মৃত্যতে এ বছর আজ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা তিনজনে দাঁড়াল। জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৯২। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০ জন।

 

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩২ জন। পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জুমা টাঙ্গাইল কোর্ট চত্বরে প্রথম এবং বাদ আসর বাসাইল উপজেলার আইসরায় নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *