পিতা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব

অপরাধ টাঙ্গাইল সদর

নিজস্ব প্রতিবেদক: ভাড়াটিয়া খুনি দিয়ে পিতাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়াকে টাঙ্গাইল র‌্যাব-১৪ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে।

টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৩ সালের মির্জাপুর উপজেলার বাংগুরী গ্রামের চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়া,নায়ারগঞ্জে আত্মগোঁপনে আছেন এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব টাঙ্গাইল-১৪, সিপিসি-৩ এর বিশেষ দল অভিযান পরিচালনা করে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাংগুরী গ্রামের মৃত আঃ আউয়ালের ছেলে। তিনি আরো জানান, আসাদুজ্জামান তার পিতাকে হত্যার জন্য পেশাদার ৪ জন ভাড়াটিয়া খুনিকে অর্থের বিনিময়ে ভাড়া করেন। তার নির্দেশেই ভাড়াটিয়া খুনিরা ২০১৩ সালের ৩০ জুন আনুমানিক রাত ১টার দিকে বারান্দার চৌকির ওপর আঃ আউয়ালকে গলা কেটে হত্যা করে খুনিরা।

এ ঘটনায় ২০১৩ সালের ১ আগস্ট মির্জাপুর থানার এস আই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ৩০২/৩৪/১১৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ টাঙ্গাইল বিচার শেষে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পলাতক আসামীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। মামলার বিচার চলাকালীন সময় থেকে ওই আসামী পলাতক ছিল। এছাড়াও এ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়ুকে র‌্যাব টাঙ্গাইল-১৪ পূর্বেই গ্রেফতার করনে। আসামী আসাদুজ্জামান মিয়াকে মির্জাপুর থানায় হস্তাান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *