সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় চাঞ্চল্যকর চাচা-ভাতিজা হত্যাকাণ্ডের মূল হোতাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার, ৩১ জুলাই উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বাদল, ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ, নিহত শাহজালালের স্ত্রী সোনিয়া আক্তার, নিহত মজনুর স্ত্রী ফরিদা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও সখীপুর থানা পুলিশ কেন আসামিদের এখনো গ্রেফতার করতে পারেনি তার প্রশ্ন তুলে দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ জুলাই সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় রাতের আঁধারে চাচা ব্যবসায়ী মজনু মিয়া (৪৫) এবং ভাতিজা ব্যবসায়ী শাহজালালকে (৩৫) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।